প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লালমনিরহাটে সাংবাদিক নিহত প্রতিবাদে সড়ক অবরোধ
লালমনিরহাট জেলা সংবাদদাতা :
ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে সাংবাদিক নিহত। প্রতিবাদে ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবোরোধ করেছেন সাংবাদিকরা।জানা গেছে,
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে ঢাকা বুড়িমারী মহাসড়কে ইউনুস আলী(৪৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। ইউনুস আলী দৈনিক সময়ের কণ্ঠস্বর সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে কাজ করেছেন।আমৃত্যু তিনি লালমনিরহাটের রিপোর্টাস ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ। জাতীয়পার্টির দ্বিবার্ষিক সম্মেলেন -এ জিএম কাদের,মুজিবুল হক চুন্নু সহ ভিআইপি মুভমেন্ট কাভার করতে জেলা শহরে এসেছিলেন ওই সাংবাদিক ।লালমনিরহাটের হাতিবান্ধার নওদাবাসে বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হন।ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়।দেহ বিকৃত হয়ে যায়।ঢাকা মেট্টো ট-২০০১২০ নং ট্রাক টি ঘটনাস্থলে আটক রয়েছে ।চালক ও সহকারি পালিয়ে গেছেন।
খবর পেয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকরা ঢাকা-বুড়িমারী মহাসড়কে সবরকম যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেন। এর পর আদিতমারী থানা পুলিশ ও ফায়ার ব্রিগেট সদস্যরা ঘটনা স্হলে এসে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় তিনি শোক জানিয়ে অবিলম্বে দায়ী ট্রাক চালকের শাস্তির দাবী জানান। রোববার ১৭ সেপ্টেম্বর দুপুরে নিহত সাংবাদিক ইউনুস আলীর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হলে। বিকেল ৫ টা নাগাদ তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved