মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
পেলেন না গোল, পেলেন না জয়ের দেখা। এতে অভিষেক পর্বটা ভালো গেল না ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের। সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ম্যাচটিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। তাতে দলও হয়েছে জয় বঞ্চিত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে আল-হিলাল ও নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন।
প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। তারা আল-হিলালকে ব্যস্ত রাখে শাণিত আক্রমণ দিয়ে। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ।
গোল হজমের তিন মিনিট পরেই দুর্দান্ত গোলের সুযোগ পায় আল-হিলাল। তবে এবারও ব্যর্থ দলটি। নেইমারের ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলের দেখা না পেয়ে মেজাজ হারাচ্ছিলেন নেইমার। ৬০ মিনিটে ফাউল করে বসেন তিনি। তাতে দেখতে হয় হলুদ কার্ড। এরপরও দর্শকরা মুখিয়ে ছিলেন নেইমারের অভিষেক গোল দেখতে। কিন্তু সেটি আর হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved