মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
কয়েক দিন আগেই তাসের ঘরের চেয়েও দ্রুতগতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এর মাধ্যমে তিনি ভারতকে রেকর্ড সর্বোচ্চ অষ্টম এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেয়েছেন পুরো টুর্নামেন্টজুড়ে গতি ও সুইংয়ের মিশ্রণে প্রতিপক্ষকে বোকা বানানো এই পেসার। ওয়ানডেতে বোলারদের র্যাংকিংয়ে সিরাজ শীর্ষস্থান দখল করেছেন। এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নেমেছে গত রোববার (১৭ সেপ্টেম্বর)। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচকে উইকেট-স্বর্গ বানিয়ে ফেলেন দারিদ্রতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ। মাত্র ২১ রান দিয়েই তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ফলে স্বাগতিক লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। এরপর মাত্র ৬.১ ওভারেই অনায়াসে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এর আগে ওয়ানডেতে বোলারদের র্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন। যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved