মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সম্প্রতি দেশটিতে নতুন বিল পাস হয়েছে। যেখানে শাস্তির বিধার রাখা হয়েছে ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।
আল জাজিরার খবরে বলা হয়, ‘হিজাম বিল’ নামে একটি বিলটি বুধবার (২০ সেপ্টেম্বর) ইরানের সংসদে পাস হয়েছে।
নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী- বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পরে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved