মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টায় মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দুই দলের ক্রিকেটারদের নিজেদের ঝালাই করে নেওয়ার শেষ সুযোগ এই সিরিজটি।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় সুখস্মৃতিটি হলো ঘরের মাঠে ১৫ বছর ধরে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অপরাজিত। ১৫ বছর বাংলাদেশে এসে টাইগারদের হারাতে পারেনি কিউইরা। ২০০৮ সালের অক্টোবর। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজটি ২-১ ব্যবধানে জয় পেয়েছিল কিউইরা। সেটিই শেষ। এরপর দেখতে দেখতে কেটে গেছে ১৫টি বছর। এই লম্বা সময়ে টাইগারদের ভূমিতে দুটি ওয়ানডে সিরিজ খেলে ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু কোনোটিতেই জয়ের দেখা মেলেনি নিউজিল্যান্ডের। এখন দেখার বিষয় টাইগাররা কি পারবে ১৫ বছরের আধিপত্য ধরে রাখতে না লম্বা সময়ের জয়খরা কাটিয়ে সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে যাবে ব্ল্যাক ক্যাপসরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved