মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
রাজবাড়ীতে পদ্মার পানি কমায় তীরবর্তী বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে দুই কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, বিদ্যালয়সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে এখনো প্রশাসনের কেউ আসেনি। এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি কমলেও জেলায় তেমন একটা ভাঙন নেই।
মেছোঘাটা এলাকার বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘ভাঙনের অবস্থা খুবই খারাপ। দুই-তিনবার নদীতে বাড়ি ভেঙে গেছে। গত দুই সপ্তাহ ধরে নদী ভাঙলেও কেউ আসে নাই। ঢ্যাঁড়স, উচ্ছে খেত নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীতে আগেই সব গেছে। যতটুকু ছিল তাও চলে যাচ্ছে।’
নদী পাড়ের বাসিন্দা আক্কাস আলী সরদার বলেন, ‘নদী ভাঙছে। গত কয়েক দিনে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ। সবই তো ভেঙে যাচ্ছে। এই যে নদীতে যে বস্তা ফেলানো হয় তা যদি একটু ভালো করে ফেলায় তাহলে ভাঙত না। কিন্তু ভালো করে তো ফেলায় না কেউ।’
কৃষক দুলাল বিশ্বাস বলেন, ‘যে জমি আবাদ করে খাই, তা নদীতে ভেঙে যাচ্ছে। এখন আমরা কীভাবে চলব? সরকারের উচিত দ্রুত ভাঙন ঠেকাতে জিও ব্যাগ অথবা সিসিবক ফেলানো। নইলে রাজবাড়ী শহর থাকবে না।’
জালাল চৌধুরি বলেন, ‘নদীতে কয়েকবার বাড়িঘর ভেঙে গেছে। এখন আমার বাড়ি যেখানে সেখান থেকে নদী বেশি দূরে না। যেসব জমিতে ফসল আবাদ করতাম সে জমিতো নদীতে চলে যাচ্ছে। ভাঙনের সময় দুই-চারটে বস্তা ফেলে যায় ওই বস্তায় কোনো কাজই হয় না।’
নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেকবর আলী বলেন, ‘আমার স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুলটি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীদের নিয়ে খুবই চিন্তায় থাকতে হয়। কারণ অনেক শিশু শিক্ষার্থী খেলাধুলা করতে নদীর পাড়ে যায়। হঠাৎ নদীতে পড়ে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সব শিক্ষার্থী সাঁতার জানে না। এ জন্য বাউন্ডরি দেওয়া জরুরি। সেই সঙ্গে স্কুলটি ভাঙন থেকে রক্ষায় স্থায়ী কাজ করাটাও জরুরি।’
রাজবাড়ী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এম এ শামীম বলেন, ‘পদ্মার পানি কমতে শুরু করেছে। পানি কমলে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দেয়। বর্তমানে রাজবাড়ী জেলায় তেমন একটা ভাঙন নেই। যেসব এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে আমরা সে সব এলাকা নজরদারিতে রেখেছি। যদি ভাঙন দেখা দেয় আমরা সেখানে কাজ শুরু করব।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved