মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
ইউক্রেনকে উন্নতমানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০০ কিলোমিটার রেঞ্জের কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। খবর বিবিসি'র।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরে নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে। সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, সেভাস্তোপোল বন্দরে হামলাটি চালানো হয়েছে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ব্রিটেন ও ফ্রান্স সরবরাহ করে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা মাত্র ১৫০ মাইল।
সংশ্লিষ্টদের বরাতে ওয়াশিংটন পোস্ট বলছে, ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোমা দিয়ে সজ্জিত এটিএসিএমএস পাবে ইউক্রেন। যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের কেউ আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে ঘোষণা দেননি। গত বৃহস্পতিবার বাইডেন-জেলেনস্কি বৈঠকের পর ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করে ওয়াশিংটন। ঘোষণা অনুযায়ী, আগামী সপ্তাহেই কিয়েভের কাছে হস্তান্তর করা হবে আব্রামস ট্যাংক। ইউক্রেন সম্প্রতি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল। এই অস্ত্র পেলে ক্রিমিয়াসহ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার অবস্থান ঝুঁকিপূর্ণ হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved