মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট আজাদমোড়ে কাঁচা বাজারে আলু কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদেরকে। কাঁচা বাজারের দোকান গুলোতে একরাতেই হঠাৎ করেই উধাও হয়ে গেছে আলু। সিন্ডিকেটের মাধ্যমে আলু বিক্রি বন্ধ করে রেখেছে ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়ে ক্রেতারা।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এমন চিত্র ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড় কাঁচা বাজারে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও পৌরমেয়রের হস্তক্ষেপে স্বস্তি ফিরে আসে ক্রেতাদের মাঝে। এর আগে সরকারের নির্ধারিত দামের চেয়ে সড়া মূল্যে আলু বিক্রি করতে দেখা যায়। উপজেলা প্রসাশনের বাজার মনিটরিং এর কারণে রবিবার সকাল থেকে সিন্ডিকেট করে আলু বেঁচা বন্ধ করে দেয় দোকানিরা।
এদিকে কাঁচা সবজি বিক্রেতারা ইচ্ছে করেই আলু বিক্রি করছেন না এমন অভিযোগ ক্রেতাদের। পৌরসভার তাফসির আলম সেলিম নামের এক ক্রেতা বলেন, সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারির পর থেকেই বাজার পর্যবেক্ষণ করতে দেখা যায় উপজেলা প্রসাশনের। কিন্তু পর্যবেক্ষণ দল চলে যাওয়ার পর রবিবার সকাল থেকে বিক্রেতারা আর আলু বিক্রি করছেন না। রোববার সকালেও কাঁচা বাজার ছিল আলুশূন্য।
তাজউদ্দিন নামের এক ক্রেতা আলু কিনতে গিয়ে হতাশ হয়েছেন। তিনি বলেন, কাঁচা সবজি বিক্রেতাদের দোকানে অন্যান্য সবজি থাকলেও আলু নেই। বাজারে কোনো দোকানেই আলু বিক্রি করা হচ্ছে না। এতে ভোক্তারা বিপাকে পড়েছেন।
এসময় উপজেলা প্রসাশন ও পৌর মেয়রের কাছে কাঁচা সবজি বিক্রেতারা বলেন,আলু স্টোর থেকে অনেক বেশি দামে পাইকারি কিনে আনতে হয়। স্টোর থেকে রশিদ না দেয়ার শর্তে তারা আমাদের কাছে আলু বিক্রি করছেন। বেশি দামে কিনে কম দামে তাঁরা আলু বিক্রি করতে চান না। থেকে বেঁধে দেওয়া ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করলে পাইকারি ক্রয়মূল্য থেকে আরও ৪/৫ টাকা গচ্চা দিতে হয়।
পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন কাঁচা সবজি ও আলু বিক্রেতাদের উদ্দেশ্যে এসময় বলেন, কেউ ভোগান্তিতে পড়ুক আমি তা চায় না। কোন সিন্ডিকেট আমি আমার পৌর এলাকায় হতে দিবো না। আপনারা সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করুন। আপনাদের যাতে গচ্চা দিতে না হয় সেই বিষয়টাও দেখা হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, 'স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সকাল থেকে আলু বিক্রি বন্ধ ছিল। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। দুপুর থেকে আলু বিক্রি শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার রাহাদ আহমেদ সহ ব্যবসায়ী প্রতিনিধিরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved