প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৩:০৯ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মো: রাসেদুল হাসান।
একই সাথে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান। নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট এলাকার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান। আর শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইন্সট্রাক্টর মো:আব্দুল আজিজ। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার এটি ঘোষণা করা হয়। তিনি বলেন, এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি। তিনি একটি উপ কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়ে থাকে। মাঝে দুবছর করোনার কারণে করা হয়নি। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশিদুল হাসান বলেন, আমি কুড়িগ্রাম সদর উপজেলায় দুই বছর ধরে কাজ করছি। আসলে আমি চেষ্টা করেছি শিক্ষা নিয়ে কাজ করার। আপনারা জানেন শিক্ষার জন্য আমি সদরের যাত্রাপুরের একটি চরা লে স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় কুড়িগ্রাম এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা। বাছাই কমিটির সভাপতি কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নবেজ উদ্দীন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাসেদুল হাসান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved