প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
পাঁচবিবিতে মাদক সেবন অপরাধে ৫ জনের কারাদন্ড
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচবিবির বিভিন্ন জায়গা থেকে মাদক সেবন অবস্থায় ৫জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো ,উপজেলার সোনাকুল গ্রামের জমশেদের পুত্র আব্দুল ওহাব (৪০),গোপালপুর গ্রামের বিকাশ চন্দ্র দাসের পুত্র শ্রী সৌরভ (২২),পাটাবুকা গ্রামের কিনার পুত্র লুৎফর রহমান, পার্বতীপুর গ্রামের ইয়াকুব বিশ্বাসের পুত্র শাহাদত ও কয়া গ্রামের আব্দুল লতিফের পুত্র আল আমিন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে এদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন। এরপর বিকেলে তাদের জয়পু্রহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved