প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ
ডোমারে সেভেন স্টার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা
রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সেভেন স্টার ক্লিনিকের অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং টেষ্ট করা হয়না এমন টেষ্টের মূল্য তালিকা প্রদর্শনের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অভিযান পরিচালনায় এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল প্রমুখ। অভিযান পরিচালনায় সেভেন স্টার ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা আবর্জনা এবং ফ্রিজে মেডিসিনের পরিবর্তে মাংস সংরক্ষণসহ রোগীদের তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় নার্স না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান। উক্ত অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved