মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে বুধবার দিবাগত রাতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। এতে আগুন ছড়িয়ে পড়ায় অনেক মানুষ আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজ ওয়বসাইট নোভা-২৪ জানায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুন্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই গুদামে রাতে আগুন ধরার খবর পাওয়া যায়। এতে অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় জানায়, দগ্ধদের সকলেই শঙ্কামুক্ত। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। এ ছাড়া ‘দুর্ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্টে আগুনে দগ্ধ ব্যক্তিদেরও জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’ উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সবচেয়ে জনবহুল একটি দেশ।
খবর এএফপি
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved