মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চলগুলো লক্ষ্য করে বুধবার রাতে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর তাদের এ হামলা প্রতিহত করতে পুরো অঞ্চলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাতালিয়া দাবি করেছেন, তারা রুশ বাহিনীর ছোড়া ৩০টি ড্রোন প্রতিহত করেছেন। তবে এ হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরিষ্কার করেননি সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তা। তিনি বলেছেন, ‘দক্ষিণাঞ্চলের পরিস্থিতি বেশ উত্তপ্ত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণাঞ্চলের— ওডেসার মাইকোলাইভ অঞ্চল এবং মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকার সম্মুখভাগের সমগ্র অঞ্চলজুড়ে কাজ করছে।’ এর আগে বৃহস্পতিবার ওডেসার এক সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন, রাশিয়ার হামলার পর হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। অপরদিকে ইউক্রেনের সেনাবাহিনীর অপর একটি পক্ষ জানিয়েছে, বিধ্বস্ত শহর বাখমুতে আবারও ফিরে এসেছে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। দীর্ঘ ১০ মাস লড়াই করে বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াগনার। এরপর মে মাসে রাশিয়ার সেনাবাহিনীর কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করে সেখান থেকে চলে গিয়েছিলেন ওয়াগনারের সেনারা। এখন আবারও সেখানে ফিরে এসেছেন তারা। মে মাসে বাখমুত ছেড়ে ওয়াগনারের সেনারা রাশিয়ায় ফিরে গিয়েছিলেন। কিন্তু গত জুনে সাবেক প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের অধীনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন তারা। ওই বিদ্রোহ ও প্রিগোজিনের মৃত্যুর পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিল ওয়াগনার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved