নাটোর প্রতিনিধি:
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাটোরের লালপুর উপজেলার ইপশিতা তাহসিন স্পৃহা। রাজশাহী শিা বোর্ড প্রকাশিত এসএসসি ফলে স্পৃহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন 'এ' প্লাস পেয়ে পাস করেছে। ইপশিতা তাহসিন স্পৃহা লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ও তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরমিলা আক্তারের মেয়ে। প্রাথমিক বৃত্তি পরীায়ও সে গোল্ডেন ‘এ’ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ইতিমধ্যে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃত রাজশাহী কলেজে একাদশ শ্রেনীতে ভর্তির সুযোগ লাভ করেছে স্পৃহা। সে বড় হয়ে একজন বিশুদ্ধ মানুষ হতে চায়। আগামীতে যাতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে ইপশিতা তাহসিন স্পৃহা ও তার পরিবার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved