ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
টানা বর্ষনে দিনাজপুরের ঘোড়াঘাটে সৃষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে উপজেলার সিংড়া ইউনিয়নের সিংগিগাড়ি, ভন্নাপাড়া, সাতপাড়া ও গোবিন্দপুর গ্রাম ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় নারী ও পুরুষদের এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ উপচে এর আশেপাশের গ্রামসহ বিস্তীর্ণ ফসলের মাঠ বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এতে প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে আছে।তিনি আরও জানান, সিংড়া ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে প্রথম পর্যায়ে আজ একশো জনের মাঝে পনেরো কেজি করে চাল বিতারণ করা হয়েছে। বন্যা কবলিত সকলকেই সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম পরিদর্শন ও চাল বিতারণ শেষে বলেন, বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ভুক্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন পর্যায় থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার এই এলাকার প্রায় ১০০ হেক্টর ফসলি জমির ধান ও সবজির মাঠ পানির নীচে তলীয়ে গেছে। বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছেন বলেও তিনি এসময় জানান। চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী, মন্জুর রহমান সহ আরও অনেকে। বন্যা কবলিত মানুষের মাঝে চাল বিতারণ করেছেন ইউএনও রফিকুল ইসলাম ও ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved