মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বৃহস্পতিবার অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই কারণে শুক্রবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।
ইনজুরিতে পা অনেকটাই ফুলে গেছে। বিসিবি অবশ্য ইনজুরি নিয়ে এখনও কিছুই জানায়নি। তবে তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে টস করেছেন মেহেদী হাসান মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাকিবকে ছাড়াই দল জিতেছে দাপটের সঙ্গে।
তবে সাকিবের ইনজুরির পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য হচ্ছে। তাতে বেশ চটেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।’
মাশরাফি বলে গেলেন, ‘এটা কি কোনও কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’
ভক্তদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান করেছেন সাবেক অধিনায়ক, ‘এটা কি কোনও একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved