প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ
ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ "মান সম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনালী ব্যাংক লিমিটেড ডোমার উপজেলা শাখার ব্যবস্থাপক পংকজ কান্তি রায়, ডিমলা শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফিউর রহমান প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও স্মার্ট বাংলাদেশের রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তা আপনারা সকলেই অবগত। সর্বজনীন পেনশন স্কিম গত ১৭ আগষ্ট ২০২৩ইং তারিখে চালু হয়েছিল এরই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত সারা বাংলাদেশে ১৫ হাজার পুরুষ এবং নারী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন এবং এই পেনশন স্কিমে আজকে পর্যন্ত ১০ কোটি টাকা জমা হয়েছে। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে আপনাদেরকে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved