প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ
গাইবান্ধায় মেছো বিড়ালের ৪ ছানা উদ্ধার
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রাম থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে।
উদ্ধার করেন গাইবান্ধার পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। উদ্ধার করে ছানাগুলো অবমুক্ত করেন তীরের সদস্যরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান বিষয়টি নিশ্চিত করে।তিনি জানান, চাপাদহ গ্রামের ব্যবসায়ী পলাশ মিয়ার ভাতিজার একটি ঘর দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। বাড়ির লোকজন শুক্রবার সন্ধ্যায় ঘরের দরজা খুলে মা ছাড়া মেছো বিড়ালের ছানাগুলো দেখতে পায়। খবর পেয়ে তীরের সদস্যরা রাতেই ছানাগুলো উদ্ধার করে।উদ্ধার কাজে অংশ নেন তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জিসান মাহমুদ, বর্তমান সভাপতি মো. জাহিদ রায়হান, সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ও সদস্য মো. সোয়াইব ইসলাম বাঁধন।উদ্ধার করা এসব ছানা কোন প্রজাতির তা নিশ্চিত হতে ছানাগুলোর ছবি ও ভিডিও রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়। সেখান থেকে এগুলো মেছো বিড়ালের ছানা বলে নিশ্চিত করা হয়। পরে শুক্রবার রাত ১২টার দিকে চারটি ছানাকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved