মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর একেবারে নাকের ডগায়। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেগা আয়োজনের পর্দা উঠতে যাচ্ছে। বিশ্বকাপ মানেই যেমন তুমুল রোমাঞ্চ ও উত্তেজনাকর লড়াই, তার সঙ্গে রয়েছে দলীয় ও ব্যক্তিগত অনেক অর্জনও। এবার লজ্জাজনক একটি রেকর্ডের আলোচনা করা যাক। বিশ্বকাপের ম্যাচে সর্বাধিকবার ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়ার হতাশার কীর্তি রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানি ক্রিকেটারের।
সর্বোচ্চ ৫ বার ‘ডাক’ আউট হয়েছেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলে এবং পাকিস্তানের ইজাজ আহমেদ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার করে শূন্য রানে আউটের কীর্তিতে নাম লিখিয়েছেন সাত ব্যাটার। তালিকায় থাকা প্রথম পাঁচজনের ধারাবাহিক বর্ণনা দেখে নেওয়া যাক।
নাথান অ্যাস্টলে (নিউজিল্যান্ড)
১৯৯৬ থেকে ২০০৩-র মধ্যে মোট তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন অ্যাস্টলে। যেখানে ২২টি ইনিংসে ব্যাট করে তিনি ৪০৩ রান করেছেন। তবে এর মধ্যে পাঁচটি ম্যাচেই কিউই ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। তবে সবমিলিয়ে ফরম্যাটটিতে অ্যাস্টলের ব্যাটিং রেকর্ড খুব একটা খারাপ নয়। ২১৭টি ওডিআই ইনিংসে ১৬ সেঞ্চুরি ও ৪১টি অর্ধশতকে তিনি ৭০৯০ রান করেছেন। এছাড়া টেস্টেও বেশ অভিজ্ঞ এই কিউই ক্রিকেটার।
ইজাজ আহমেদ (পাকিস্তান)
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক পাঁচবার ডাক খাওয়া আরেক ক্রিকেটার ইজাজ। ১৯৮৭ থেকে ১৯৯৯ পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ আসরে তিনি অংশ নেন। যেখানে ২৬টি ইনিংসে ইজাজ ৫১৬ রান করেছেন। ১৯৯২-র বিশ্বকাপজয়ী এই পাক ক্রিকেটার ২৩২টি ওডিআই ইনিংসে ব্যাট করেছেন। ১০টি সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ফরম্যাটটিতে ৬৫৬৪ রান করেছেন ইজাজ।
কাইল ম্যাককালান (আয়ারল্যান্ড)
আইরিশ ব্যাটার কাইল ম্যাককালান কেবল ২০০৭ বিশ্বকাপের আসর খেলেছিলেন। সেখানে ৮টি ইনিংসের চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। সেবার ৮টি ইনিংসে ম্যাককালান করেন মাত্র ৩৩ রান। সবমিলিয়ে ২৮টি ওডিআই ইনিংসে তিনি ৩৬১ রান করেন।
ড্য়ারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)
তালিকার চার নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার ড্য়ারেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত তিনি তিনটি বিশ্বকাপে খেলেছেন। যেখানে ১১ ইনিংসে ব্যাট করে চারবারই তিনি রানের খাতা খুলতে পারেননি। ১১টি বিশ্বকাপ ইনিংসে তার রান ২০৭। সবমিলিয়ে ১১৭টি ওডিআইতে ব্রাভো চার সেঞ্চুরিতে ৩১০৯ রান করেছেন।
কেইথ আর্থারটন (ওয়েস্ট ইন্ডিজ)
১৩টি বিশ্বকাপ ইনিংসের মধ্যে চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার কিথ আর্থারটনের। বিশ্বকাপে তার রান ২৪১। ১৯৯২ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনটি আসরে খেলেছেন তিনি। ৯৩টি ওডিআই ইনিংসে আর্থারটনের রান ১৯০৪।
এছাড়া ওয়ানডে বিশ্বকাপে চারবার করে ডাক খাওয়ার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের ক্রিস শ্রীকান্ত, ইংল্যান্ডের ইয়ন মরগান এবং পাকিস্তানের ইনজামাম-উল-হকের। বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ৩ বার শূন্য রানে ফেরার রেকর্ড রয়েছে পেসার শফিউল ইসলাম, স্পিনার আব্দুর রাজ্জাক ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved