মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লম্বা সময় ধরে ভারতের জাতীয় দলের অংশ ছিলেন সৌরভ গাঙ্গুলি। বিশ্বক্রিকেটে যার পরিচয় ‘প্রিন্স অব কলকাতা’ হিসেবে। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার হয়েছেন। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদেও। ক্রিকেট বিশ্বে বর্তমানে বিশেষজ্ঞ হিসেবেই কাজ করছেন সৌরভ।
১৫ বছর আগে ক্রিকেটকে বিদায় জানালেও জনপ্রিয়তা যেন এক শতাংশও কমেনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের। উল্টো তা কয়েক গুণ বেড়েছে। একাধিক ফ্যান গ্রুপও রয়েছে তার। সৌরভ কোথায় যাচ্ছেন, কী করছেন- যাবতীয় খবর জানতে চান ভক্তরা। তাই ভক্তদের কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন প্রাক্তন এ ক্রিকেটার।
জানা যায়, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চ্যানেল। ফেসবুক,ইনস্টাগ্রাম,এক্স হ্যান্ডেলের মতো হোয়াটসঅ্যাপেও কেউ চাইলে নিজের প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করতে পারবেন। সেই জন্য নিজস্ব চ্যানেল খুলতে হবে। সেখানে নিজের যাবতীয় ছবি থেকে শুরু করে সব কাজকর্মের ভিডিও পোস্ট করা যাবে।
হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ আসে ঠিক সেভাবেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও চলে আসবে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় খবর আপডেট। ইতোমধ্যেই এই নতুন ফিচার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসি প্রত্যেকেই চালু করেছে। সেই পথেই হেঁটেছেন সৌরভ।
এই চ্যানেলের সুবিধা হচ্ছে কোনও ফোন নাম্বারের প্রয়োজন হয় না। আপনি সহজেই হোয়াটসঅ্যাপে গিয়ে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারবেন। অফিসিয়াল বোঝানোর জন্য চ্যানেলে অথেন্টিক টিকমার্কও দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই সৌরভের এই চ্যানেলের সাবস্ক্রাইবারেরর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved