মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ইতোমধ্যে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাবররা। ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে তারা। সেই ম্যাচে মাঠে নামার আগে ভারতের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে নিয়ে ‘ভয়ে’ রয়েছে পাকিস্তান। দলটির সহ-অধিনায়ক শাদাব খান মনে করেন, যে কোনো মুহূর্তে ম্যাচের দৃশ্যপট বদলে ফেলার সামর্থ্য রয়েছে ওই দুই ক্রিকেটারের।
শাদাব খানের দৃষ্টিতে, পাকিস্তানের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেন ভারতের রোহিত শর্মা এবং কুলদীপ যাদব। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা করার কথাও জানান শাদাব।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাদাব খান বলেন, ‘রোহিত শর্মাকে আমি দারুণ সমীহ করি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন সে। ওকে বল করা খুবই কঠিন। উইকেটে থিতু হয়ে গেলে সে বিপজ্জনক হয়ে উঠার সামর্থ্য রাখে। আর বোলারদের মধ্যে কুলদীপ যাদবের ফর্ম আমাদের কিছুটা চিন্তায় রাখবে। আমি নিজে লেগস্পিনার হওয়ায় সেটা আরও ভালো বুঝি।’
এশিয়া কাপে দল হিসেবে পাকিস্তান ব্যর্থ হলেও বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় তারা। শাদাব খান বলেন, ‘এশিয়া কাপটা আমাদের ভালো যায়নি। ভুল থেকেই শিক্ষা নিতে হবে। শেখার সুযোগ সব সময় রয়েছে। আমাদের এখন মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। এশিয়া কাপের পরে আমরা বিশ্রাম পেয়েছি। ক্রিকেট এখন শুধু দক্ষতার নয়, মানসিকতার খেলাও বটে। বিশ্বকাপের আগে মানসিক ভাবে নিজেদের শান্ত রাখতে চাই।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved