গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফিরোজ কবির এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালাম সিরাজগঞ্জ পৌরসভা শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ১৪ জুন জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ মিলিগ্রাম ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সালামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন বিচারক। পরে বিকেলে আসামিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved