পাঁচবিবি,(জয়পুরহাট)প্রতিনিধি: চাকুরিতে সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ঢাকায় ট্রেনিংয়ে থাকায় তার স্থলাভিষিক্ত সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজনের নিকট তার অফিস কক্ষে স্মারকলিপি প্রদান করেন পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ রবিউল আলম লিটন ও সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাঁচবিবি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আসমান আলী, সাংগঠনিক সম্পাদক শোয়েবুর রহমান, প্রচার সম্পাদক দবিরুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। জানা যায়, গত ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সঞ্চালনায় জেলা কনভেনশনে এ সিদ্ধান্ত গৃহীত হলে আজ ৩ অক্টোবর সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved