গাইবান্ধা সংবাদদাতা: জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের জায়গায় পরিষদের ভবনের পিছনে থাকা দুইটি ইউক্লিপ্টার্স গাছ কর্তন করেছে স্থানীয় টেক্কা মিয়া গং। তিনি পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের নজির হোসেনের ছেলে।
জানা যায়, বালাবামুনিয়া মৌজায় অবস্থিত ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা দুটি ইউক্লিপ্টার্স গাছ জনৈক রেজাউল বেপারীর নিকট বিক্রি করেন স্থানীয় বাসিন্দা টেক্কা মিয়া। এরপর টেক্কা মিয়ার উপস্থিতিতে ও তার সহযোগীতায় গাছ দুটি কেটে সব কিছু নিয়ে যায় রেজাউল বেপারী । তবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পবনাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর বেগম উক্ত স্থানে উপস্থিত হয়ে গাছ কর্তন বন্ধ করে দেয়। এর আগেই গাছ কর্তনকারী টেক্কা মিয়া গং কর্তনকৃত গাছের সব গুলো নিয়ে যায় শুধুমাত্র একটি গাছের একটি গুল ফেলে যায়।
গাছ কর্তনের বিষয়ে টেক্কা মিয়া জানান, আমাদের সম্পতি আমরা পরিষদকে দিয়েছি। পরিষদের ভবন হওয়ার পর জায়গায়টি পরিত্যাক্ত থাকায় আমরা চাষাবাদ করে খাই৷ গাছ গুলো আমি রোপন করেছি তাই আমি কেটে নিয়েছি। তবে টেক্কা মিয়া ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বাবু মিয়ার আপন চাচাতো ভাই।
এ বিষয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম জানান, উপজেলা নির্বাহী অফিসার যেভাবে বলবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved