মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। হতে চেয়েছিলেন ক্রিকেটার কিন্তু হয়ে গেলেন নায়ক। সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে তিনি কথা বললেন তামিম ইকবালকে নিয়ে।
জায়েদ খান বলেন, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলে নেই এটা ভাবতেই কষ্ট লাগে।
তবে তিনি দলে থাকলে বিশ্বকাপ আরও পরিপূর্ণ হত। এই যেমন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন স্টুয়ার্ট উইলিয়ামসন ইনজুরি থাকা স্বত্ত্বেও তাকে কিন্তু দলে নিয়েছে। তামিমকেও কিন্তু নিতে পারতো কিন্তু দলে রাখেননি নির্বাচকরা।
জায়েদ আরও বলেন, তামিম ইকবাল বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কোন অজানা কারণে তাকে নেয়া হলো না তা কিন্তু এখনো খোলাসা করেনি বিসিবি। এটা হতে পারতো তামিমের শেষ বিশ্বকাপ। তবে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে।
বর্তমান ক্রিকেট দলটি নিয়ে জায়েদ বলেন, প্রত্যাশা রাখি দলটি ভালো করবে। এখন দল যদি খারাপ করে তাহলে অনেকে বলবে তামিম নেই তাই খারাপ খেলছে। আবার ভালো খেললেও তখন বলবে নতুনরা ভালো করছে। এটাই বলবে দর্শকরা। সব মিলিয়ে বাংলাদেশ দলকে আমাদের সর্বাত্মক সাপোর্ট করা উচিত।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved