কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে গুদামঘরে মজুদ রাখা পাটসহ ৪৫৫ মণ খাদ্য শস্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজনু মিয়া জানান, বুধবার রাত ৩টার দিকে ঘর থেকে বের হয়ে হঠাৎ দেখতে পান গুদামঘরে আগুনের আলো। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। সম্পূর্ণ পুড়ে যায় গুদামঘরে মজুদ রাখা পাটসহ খাদ্য শস্য। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুড়ে যায় ২৫০ মণ পাট, ১০০ মণ সরিষা, ৫০ মণ গম, ২০ মণ পেরা, ২০ মণ তিল, ৫ মণ কালিজিরা ও ১০ মণ তিশি। এতে ক্ষতি হয় প্রায় ১৫ লাখ টাকা।
তিনি আরো আরও জানান, কেরামত আলী নামের আরেক ব্যবসায়ীসহ শেয়ারে ব্যবসা করেন তিনি। সব মাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়েছেন তারা। রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে ধারণা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved