মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা ও নির্বাচিত শ্রেষ্ট থানা ও অফিসারদে পুরস্কৃত করা হয়।
বুধবার (৫ এপ্রিল) দুপুর দেড়টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের মার্চ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা। শ্রীমঙ্গল থানার মো: রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ এসআই এবং কুলাউড়া থানার বিল্লাল হোসেন শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। পুলিশ পরিদর্শক মো: ইউনুস আলী শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। সদর কোর্টের অর্জুন চন্দ্র বিস্বাস শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই জগদীস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: আরিফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন। রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভুইয়া একটি গরু চুরি মামলার রহস্য উদঘাটন, চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেফতার এবং টাকা ছিনতাইকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন। ডাকাতি ও অস্ত্রসহ ১১ টি মামলার আসামি ইয়াছিন আলী কালা বাবুলকে গ্রেফতারে ভূমিকা রাখায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে পুরস্কৃত করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved