শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধক্ষ ড. মো: আব্দুস শহীদ।
সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিল্লুল আনাম চৌধুরী চেমন। পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জহির আহমদ শামীম এর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক দীপংকর ভট্রাচার্য লিটন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডাক্তার হরিপদ রায়, নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগতজ্যোতি ধর শুভ্র, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, প্রচার সম্পাদক দেবাংশু সেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. উপরু মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বদরুল হক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তথ্য ও গবেষণা সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ তহিরুল ইসলাম মিলন, ৬.৭ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সারমিন জাহান, উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহীদ, পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি, কামরুল হাসান দোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মোমিনুল হোসেন সোহেল, মৎস্যজীবী লীগের সভাপতি, আশিকুর রহমান, আওয়ামীলীগের সদস্য হাজি ইকবাল উদ্দিন, শুভ্রত দেবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved