নাটোর প্রতিনিধি
র্স্মাট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) নাটোরের লালপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
লালপুর উপজেলার সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারী মাদ্রাসাসহ মোট ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম ও ১০ শ্রণীতে অধ্যয়নরত ৩১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে লালপুর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সাদ আহমেদ শিবলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার শীল, নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved