মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাফারি ব্রাউজারে গুগল ব্যবহার বন্ধ করে সার্চ ইঞ্জিন হিসেবে ডাকডাকগো ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স বলছে, বিষয়টি নিয়ে ডাকডাকগোর সঙ্গে আলোচনা করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের আদালতে গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিষয়ক আইন লঙ্ঘনের মামলা হয়। মামলার বিচারক অমিত মেহতা গত বুধবার বলেন, ডাকডাকগোর সিইও গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ ও অ্যাপলের নির্বাহী জন জিয়ানান্দ্রিয়ার সাক্ষ্য তিনি আদালতে প্রকাশ করবেন। মেহতার আদেশ অনুযায়ী, মাইক্রোসফট ও অ্যাপল এবং ডাকডাকগো ও অ্যাপলের মধ্যে সম্ভাব্য চুক্তিগুলি সম্পর্কে আলোচনা প্রকাশ করা হবে। এ বিষয়ে গুগল, অ্যাপল ও ডাকডাকগো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত মাসে মার্কিন বিচার বিভাগ যুক্তি দেয়, শতকরা ৯০ শতাংশ সার্চ ইঞ্জিনের বাজার দখল করার জন্য গুগল অবৈধভাবে অ্যাপলের মত স্মার্টফোন নির্মাতা ও এটিঅ্যান্ডটি মত ওয়্যারলেস ক্যারিয়ারগুলিকে প্রায় ১ হাজার কোটি ডলার দেয়। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা গত সোমবার আদালতে সাক্ষ্যে বলে, টেক জায়ান্টরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য বিশাল পরিমাণের কনটেন্টের জন্য প্রতিযোগিতা করছেন। কোম্পানিগুলো অভিযোগ করছে প্রকাশকদের সঙ্গে ব্যয়বহুল ও একচেটিয়া চুক্তির মাধ্যমে গুগল কনটেন্টগুলোকে আটকে রেখেছে। তিনি আরও বলেন, মাইক্রোসফট অ্যাপল স্মার্টফোনে প্রধান সার্চ ইঞ্জিন হয়েছে বিংকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান হয়। উইন্ডোজের ওপর মাইক্রোসফটের আধিপত্য নিয়ে চাঞ্চল্যকর মামলার ২৫ বছর পর, এটিই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সবচেয়ে বড় মামলা। ২০২০ সালে ট্রাম্প সরকারে আমলে এই মামলাটি প্রথম দায়ের করা হয় এবং ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে ১২ সেপ্টেম্বর বিচারকাজ শুরু হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved