মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাছাইপর্ব থেকে উঠে আসা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শক্তিশালী পাকিস্তান। এ ম্যাচ দিয়ে চার বছর আগে বাজে ভাবে বিশ্বকাপ শুরুর দুঃসহ স্মৃতি ভুলে যেতে চায় উজ্জীবিত বাবর আজমের দল। শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করেছিল পাকিস্তান। সেবার ক্যারিবীয়দের বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গিয়েছির ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৭ উইকেটের বড় পরাজয় দিয়ে আসর শুরু করা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার যোগ্যতা হারায়। এদিকে বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি ম্যাচেই বড় ব্যবধানে হারে তারা। যদিও প্রস্তুতি ম্যাচে পরাজয় খুব একটা ভাবাচ্ছে না বাবরদের। ডাচদের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চাইবে পাকিস্তান। পাকিস্তান ও নেদারল্যান্ডস ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু'টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।
আজকের ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল/ সালমান আলী আগা, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved