মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ২০১০ সালে স্বর্ণ পদক জিতেছিল। এরপর পুরুষদের এশিয়ান গেমসের ক্রিকেটে আর পদকের দেখা পায় নি টাইগাররা। আজ চীনের হাংজুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে পাকিস্তানের দেয়া ৫ ওভারে ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলে জয় তুলে নেয় বাংলাদেশ। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি বড় ব্যবধানে হারায় স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। এরপর আজ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টি আইনে ৬৫ রানের লক্ষ্য নির্ধারিত হবার পর শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ২ ছয় আর ১ চারে এই ২০ রান নিয়ে ম্যাচটি জেতান ইয়াসির আলী রাব্বী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved