মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অমিতাভ রেজা, অনম বিশ্বাস নির্দেশিত গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু হয় সায়মা স্মৃতির। পরে ব্র্যাকসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের টিভিসিতে কাজের পর সিনেমায় করেছেন এই তরুণী। ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সায়মা স্মৃতির প্রথম ছবি ‘যন্ত্রণা’। তিনি জানান, ত্রিভুজ প্রেমের গল্পে নায়ক আদর আজাদের বিপরীতে এতে তিনি অভিনয় করেন। সায়মা স্মৃতি বলেন, আমি প্রথমসারির নায়িকা হতে চাই। শুরু থেকে স্বপ্ন ছিল ফিল্মে কাজ করবো। যেহেতু আমাদের ফিল্ম মার্কেটটা এখন আগের তুলনায় অনেক ভালো এজন্য আমার লক্ষ্য শেষ পর্যন্ত নিজেকে ফিল্মে প্রতিষ্ঠা করতে চাই। ‘যন্ত্রণা’ ছবির মাধ্যমে আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। প্রথমবার বড়পর্দায় আসছি, কিছু ভুল ত্রুটি হয়তো আছে। ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতেই এই শিক্ষা কাজে লাগিয়ে কাজ করতে চাই। সিনেমায় অভিষেকের অপেক্ষায় থাকরেও এর আগে তানিম রহমান অংশু, সাফায়েত মনসুর রানা, নুহাশ হুমায়ূনদের মতো নির্মাতাদের নির্দেশনায় কাজের সুযোগ পেয়েছেন সায়মা স্মৃতি। তিনি বলেন, তাদের সঙ্গে কাজ করে কীভাবে ভালোভাবে চরিত্র পোর্ট্রে করতে হয় কিছুটা হলে শিখতে পেয়েছি। সায়মা স্মৃতি বলেন, নিজেকে সঠিকভাবে এক্সপোজ এবং পটেনশিয়ালিটি বোঝানোর জন্য আমি মনে করি সিনেমা ইজ দ্য বেস্ট সেক্টর। এজন্য আমি ফিল্মে কাজ করতে চেয়েছি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘যন্ত্রণা’ পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। সায়মা স্মৃতির বিপরীতে আদর আজাদ ছাড়াও আছেন মানসী প্রকৃতি। সায়মা স্মৃতি জানান, সহশিল্পী হিসেবে আদর আজাদের সহযোগিতা পেলেও আরেক সহশিল্পী মানসী প্রকৃতির সঙ্গে কাজে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার! বলেন, আদর ভীষণ শিল্পী সুলভ আচরণ করলেও আরেক অভিনেত্রী মানসী প্রকৃতির কাছ থেকে সেভাবে সহযোগিতা পাইনি। এদিকে, যন্ত্রণা ছাড়াও অপূর্ব রানার ‘জলরঙ’, এইচআর হাবিবের ‘জল কিরণ’ এবং আবু সাঈদের ‘সংযোগ’ ছবিগুলোতেও অভিনয় করেছেন সায়মা স্মৃতি। তিনি জানান, আরও কয়েকটি ছবিতে কাজের কথাবার্তা চলছে। কয়েকটি ছবি হাফ ডান হয়ে আছে। সবগুলো চূড়ান্ত হলে জানাবো।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved