এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জুয়া খেলার সময় চার জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বেলাল হোসেনের ছেলে আহসান জামান (২৮), খাড়ির ব্রীজ এলাকার মৃত ছামাদ আলীর ছেলে নয়ন আলী (২৮) ও নওগাঁ জেলার সদর উপজেলার চক এনায়েতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৫২) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাগুতারী এলাকার হোসেন আলীর ছেলে আব্দুল মজিদ (২৮)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতালে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved