হোমনা সংবাদদাতা: হোমনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ আজ রবিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজমুল ইসলামের পরিচালনায় এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হারুনুর রশিদ, জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফকির মো. ছাদেক, ইংরেজি প্রভাষক মো. হুমায়ুন কবির, আইসিটির প্রভাষক মো. ইকবাল হোসেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. রুবেল রানা প্রমুখ।
ওরিয়েন্টেশন ক্লাশে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে কলেজে ভর্তিকৃত পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি ওরিয়েন্টেশন ক্লাশে উপস্থিত থাকতে পারেননি। ওরিয়েন্টেশন শেষে শিক্ষক- শিক্ষার্থীরা অধ্যক্ষ নজরুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved