মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দল দু’টির। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। বারোদায় আসরের চতুর্থ ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলো কিউইরা। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ডাচরা। বৈশ্বিক আসরে ঐ একবারই দেখা দুই দলের।
বিশ্বকাপের ঐ ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। তিন ম্যাচই দাপটের সাথে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ব্ল্যাক ক্যাপস বাহীনি। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ড। অপরদিকে, হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে নেদারল্যান্ডস।
নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস মুখোমুখি পরিসংখ্যান :
১৭-০২-১৯৯৬ : নিউজিল্যান্ড ১১৯ রানে জয়ী, বারোদা
২৯-০৩-২০২২ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী, মাউন্ট মঙ্গানুই
০২-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৮ রানে জয়ী, হ্যামিল্টন
০৪-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী, হ্যামিল্টন
সব মিলিয়ে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস একে অপরের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে :
নিউজিল্যান্ডের জয় : ৪টিতে
নেদারল্যান্ডসের জয় : ০
টাই : ০
পরিত্যক্ত : ০
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved