জানে আলম,ঠাকুরগাঁও: পুরুষের পাশাপাশি নারীরাও তাদের সপ্ন পূরণে এগিয়ে আসছে ব্যবসা বাণিজ্যে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভ্যারাইটিজ দোকান পরিচালনায় নারীদের সুযোগ করে দিয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা বিকাশ বাংলাদেশ।
গতকাল দুপুরে ধনতলা ইউনিয়নের বাহারজিল্লাহ গ্রামে নারীদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিউনিটি স্টোর “সদাইপাতি” দোকান উদ্বোধনের ধারাবাহিকতায় তৃতীয় দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে ফিতা কেটে এই উইমেন কমিউনিটি স্টোরের উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল কুমার ।
এসময় অতিথিরা সদাইপাতি দোকানে বিভিন্ন পণ্য ক্রয় করে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন।
পরে এক আলোচনা সভায় রালিয়াডাঙ্গী উপজেলা নারী সামাজিক এসোশিয়েশনের সভাপতি রিতিকা রায় এর সভাপতিত্বে বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধান স্বাগত বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
বিশেষ অতিথি হিসেবে প্রজেক্ট কো অর্ডিনেটর আল শাহ সুফি মো: আল মোতাক্কেল বিল্লাহ,
ধনতলা ইউপি চেয়ারম্যান সমর চ্যাটার্জি নুপুর, বিকাশ বাংলাদেশ লিমিটেড এর রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান,উপজেলা কো অর্ডিনেটর মোখলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved