শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ও ফিনলে'র ভাড়াউড়া চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় এবং ফ্রেড হলোজ ফাউন্ডেশন অষ্ট্রেলিয়ার অর্থায়নে চা-শ্রমিকদের জন্য দিনব্যাপী বিশেষ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিএনএসবির যুক্তরাষ্ট্র ভিত্তিক অপর একটি দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল'র প্রতিনিধিগন চা-শ্রমিকদের জন্য আয়োজিত বিশেষ এই চক্ষু শিবির পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানস্থ হাসপাতালে চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিশেষ চক্ষু শিবিরে প্রায় আড়াই শত চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় অর্ধশত রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের নিল এনগাম, ভারতের নিলাবজো মূখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং এডভাইজার আউলাদ হেসেন, ম্যানাজর মনিটরিং মির্জা সানবিরা সুলতানা, সিনিয়র ম্যানাজার মনিরুল আহসান, প্রোগ্রান ম্যানেজার নূরুল কবীর। কি ভাবে মাঠ পর্যায়ে কাজ করা যায়, অরবিস ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিগণ চক্ষু শিবিরে অবস্থান করে তা সরেজমিন পরিদর্শন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানাজার জি এম শিবলী, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, ব্যবস্থাপক প্রশাসন মোঃ এহসানুল হক, প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান রুহল আমীন চৌধুরী, সমাজসেবক মোঃ কাওছার ইকবাল, ডা. মালিহা হক, ডা. অনজন দেবনাথ, ডা. আব্দুল বাতেন, শুকুর মোহাম্মদ, মো: সুমন মিয়া, মেহেদী হাসান ও স্বপন শব্দকর।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved