প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ
হোমনায় ৪৬ মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা ;সরকারের নির্দেশনা মেনে পূজা উদযাপনের সিদ্ধান্ত
. কামাল হোসেন, হোমনা
হোমনা উপজেলায় সরকারের পূর্ণ নির্দেশনা মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বক্তব্য দেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়, সহ সভাপতি যুগল কিশোর ভৌমিক ও বরুন রায়, সাধারণ সম্পাদক রতন পোদ্দার, পূজা উদযাপন পরিষদ নেতা রাজিব চৌধুরী প্রমুখ। সভায় মন্ডপ কমিটির সভাপতি- সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা। সভায় সরকারের পূর্ণ নির্দেশনা মেনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved