মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপে খুব একটা ছন্দে নেই আফগানিস্তান। বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হারার লজ্জার রেকর্ড সঙ্গী তাদের। এমন অবস্থান নিয়েই অবশ্য শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মাঠে নামছে আফগানরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের রানপ্রসবা উইকেটে মাঠে নামবে দুই দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে আফগানিস্তান। আর ভারত জয় পেয়েছে অজিদের বিপক্ষে।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যমের সামনে এসেছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। সেখানেই কথা উঠল ভারতের স্পিন বিভাগ নিয়ে। আগের ম্যাচে এই স্পিনারদের নিয়েই ম্যাচ জিতেছিল ভারত। এই ম্যাচেও ভারতের দলে থাকবেন তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। তবে শহিদি এসব নিয়ে বিচলিত নন। তার মতে, এর চেয়ে ভাল স্পিনারদের নেটেই খেলেন তারা। স্পিন নির্ভর দল আফগানিস্থান। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী দলের বড় ভরসা। স্পিনের প্রতি তাই ভীতিও কিছুটা কম, ‘রশিদ, নবী, নুর ও মুজিব আছে আমাদের। আমরা ওদের প্রতিদিনই খেলি। আমার মনে হয়, স্পিন খেলায় আমাদের দলটা (ধর্মশালায় বাংলাদেশের স্পিনারদের যেভাবে খেলেছে, সে তুলনায়) অনেক অনেক ভালো। প্রথম ম্যাচে বাজে হারের পর নিজেদের বাজে দল বলতে নারাজ আফগান অধিনায়ক ‘আমরা জানি, (বাংলাদেশের বিপক্ষে) ওই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু মাত্র এক ম্যাচ দেখেই আমাদের বাজে দল বলতে পারেন না। আর সেই ম্যাচও এখন অতীত। আমরা জানি যে আমরা স্পিন ভালো খেলতে পারি। (আজ) পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved