শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জন্মান্ধ দুই ভই রাস্তায় ভিক্ষাবৃত্তি করে। এক ভাই একটু দেখতে পায় । সে লাটি হাতে সামনে হাটে অন্যজন পিছন পিছন হেটে ভিক্ষা করে। বয়স ১২ থেকে ১৪ বছরের হবে। তাদের বাড়ি আমতলী চা বাগান এলাকায়।
বুধবার বিকালে এই হতভাগা জন্মান্ধ দুই ভাইকে শ্রীমঙ্গল শহরে ভিক্ষা করতে দেখেন লালতীর সিড এর ডিভিশনাল ম্যানাজার তাপশ চক্রবর্তী। দেখে মায়া হয় তাপশ চক্রর্তীর। তিনি দুই ভাইকে ডেকে এনে জানতে পারেন তারা তুই ভাই জন্মান্ধ। অভাবের সংসার। ভিক্ষাবৃত্তি করেই সংসার চালান তারা। পরে তাপশ চক্রবর্তী দুই ভাইকে কাপড়ের দোকানে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন। নতুন কাপড় পেয়ে দুই অন্ধ ভাইয়ের মুখে খুশির হাসি ফুঁটে উঠে। তাদের মুখে হাসি দেখে তাপশ চক্রবর্তীও খুশি।
তিনি জানান, শিশু দুটিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে মায়া হয়। সনাতন ধর্মের হওয়াতে দুর্গাপূজার নতুন জামা কিনে দিলাম । পরে দুজনকে বাসে তোলে দিয়ে বাড়িতে পাঠান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved