মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলতি বছরের আগামী ২৪ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। এ ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর প্রথম ধাপের (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ করা হলো।
প্রতিটি জেলায় আবেদনের সংখ্যা অনুযায়ী নির্বাচিত কেন্দ্র প্রতিষ্ঠানগুলোর নির্ভুল তথ্য সংযুক্ত করে সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved