শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সম্প্রীতি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারমান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, আশিদ্রোন ইউনিয়ন চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ।
এছাড়াও সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎযাপন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved