মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে আর অন্যটিতে হেরেছে বাংলাদেশ দল। এবার নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই আছে দল, এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টে আমরা ভালো শুরু করেছি। সত্যি বলতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারিনি। আমরা এই ম্যাচ নিয়ে এতো বেশি চিন্তিত না। সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি, ভালো একটা ম্যাচ খেলতে পারব।'
‘সেই ম্যাচ হারের পর দলের আলোচনা সেরকম কিছু ছিল না। লম্বা একটা টুর্নামেন্ট। এমন না যে ৯ ম্যাচেই আমরা জিতবো। এখানে হার-জিত থাকবে। এখান থেকে আমরা কিভাবে ক্যামব্যাক করতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। সেটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।’- যোগ করেন শান্ত।
বাংলাদেশ বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা নিয়ে কি ভাবছে এমন প্রশ্নে শান্ত জানান, ‘প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের (আজ) ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব।’
শান্ত বলছেন নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং, ‘নতুন বলে ব্যাটিং করা অবশ্যই চ্যালেঞ্জিং। যেকোনো পরিস্থিতিতে অবশ্যই চ্যালেঞ্জিং। যদি শুরুটা ভালো হয়, দলের জন্য ভালো। কিন্তু আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ দুই-তিন উইকেট যদি পড়ে যায়; ওখান থেকে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো, সেটা। এটাও আমাদের মাথায় রাখতে হবে, দুই তিনটা উইকেট পড়ে যাওয়ার মানে এই না যে আমরা খুব অল্প রানে অলআউট হয়ে যাবো। ওখান থেকে কীভাবে আমরা বড় রান করতে পারি, এটাও গুরুত্বপূর্ণ। যদি শুরুটা ভালো হয়, তাহলে তো অবশ্যই দলের জন্য ভালো।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved