মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী মজিবর রহমান (৬৪) এর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মজিবর রহমান দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা এলাকার মৃত তাছির উদ্দিনের ছেলে। তিনি নিজ স্ত্রী কহিনুর বেগম (৪৫) কে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত হন।দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী এই রায়ের তথ্যটি সময়ের আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা এলাকার মৃত তাছির উদ্দিনের ছেলে মজিবর রহমান তার স্ত্রী কহিনুর বেগমকে পূর্ব পরিকল্পিতভাবে পারিবারিক কলহের কারণে ধারালো ছোরা দিয়ে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় তার ছেলে বাবু মিয়া পার্বতীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৯, তারিখ: ২৬/১০/২০১৪।উক্ত হত্যা মামলায় আসামী মজিবর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারার অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক এই আসামীকে মৃত্যুদণ্ডসহ ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved