প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছেন
মোঃ আব্দুস সাত্তার দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুষ্ঠ পানি ব্যবস্হাপনার ফলে বেড়েছে খাদ্য উৎপাদন।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে ।
১৬ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন , ৬৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত,“কমিউনিটি আই সেন্টার ” এবং ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুর্নঃখননকৃত ৪৩০টি ছোট নদী-খাল-জলাশয়ের উদ্বোধন করেন। দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের গৌরীপুরে ৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় খরা মৌসুমে সম্পুরক সেচ প্রদানের লক্ষ্যে পুনর্ভবা নদীর উপর নির্মিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মেরারাজী দেশাই বর্মন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, ঠাকুরগাও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মোঃ আরমানুল হক পার্থ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শশরা ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ মোতাহার হোসেন, আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved