কুড়িগ্রামপ্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে ফেরী চলাচল শুরু হয়েছে।পন্টুনের র্যামের নিচের মাটি ধসের কারনে ফেরী চলাচল বন্ধের একদিন পর আবার চলাচল স্বাভাবিক হওয়ায় পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।ইতিমধ্যে ফেরী কুঞ্জলতা সোমবার সকাল ৭টায় ১০টি পরিবহনের নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সোমবার ১৬ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
জানা গেছে, শনিবার ১৪ অক্টোবর বিকেলে রৌমারী ফেরী ঘাটে নদীর স্রোতে প্লাটুন র্যামের নিচে মাটি ধসের কারনে যাত্রী নামতে পারলেও নোঙর করা ফেরীর পন্যবাহি ট্রাক আটকা পড়ে। এছাড়া ঘাটে থাকা প্রায় শতাধিক পন্যবাহি ট্রাক আটকা পড়ে।এতে ভোগান্তিতে পড়ে দুই পাড়ের প্রায় শতাধিক ট্রাক।পরে নৌ ঘাটের মেরামত কাজ শেষ করলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট মেরামত শেষে আজ সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved