প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ
উলিপুরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আনসার ভিডিপি প্রশাসন শরিফুল ইসলাম, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার সভাপতি পার্থ সারথি সরকার, উলিপুর বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমান, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ প্রমুখ।
এছাড়াও প্রত্যক মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর উপজেলায় ১টি পৌরসভাসহ ১৩ ইউনিয়ন পরষদে ১১৮টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved