প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ
পার্বতীপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকেরা উপস্থিত ছিলেন। এসময় কৃষকদের মাঝে এসময় আগত কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূৰ্য্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও মুগ ডাল ফসলের বীজ, রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved