হিলি প্রতিনিধি: সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলে টানা ৭ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ।
এদিকে বন্দর দিয়ে বানিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি চেকপোষ্ট দিয়ে দু”দেশের মধ্যে পাসপোটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান,শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড কিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেেিত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু হবে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান,ব্যবসায়ীদের প থেকে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ থাকলেও সরকারী ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টর ওসি শেখ আশরাফুল আলম জানান, শারদীয় দূর্গোৎসব উৎযাপনে হিলি স্থলবন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved